ডিবি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Picsart_23-01-03_00-12-44-891.jpg

ডিবি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মামলার আবেদনে ডিবি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও চারজনকে আসামি করা হয়েছে।

অপরাধ প্রতিবেদকঃ পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও ৭৬টি চেকে জোর করে সই নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী।

উত্তরার পোশাক ব্যবসায়ী আতিকুর রহমান আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলার ওই আবেদন করেন বলে তার আইনজীবী আমিনুল গণী টিটো জানান।

মামলার আবেদনে ডিবি পুলিশের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন ইউনিটের জ্যেষ্ঠ কমিশনার নাজমুল হককে আসামি করা হয়েছে। এছাড়া ডিবি পরিদশর্ক সাইফুল ইসলাম, সাভারের জালেশ্বরের সাইদুর রহমান হাবিব, উত্তরার ১১ নম্বর সেকটরের ২/১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির মুকাররাম হোসেন জিমির নামও রয়েছে তালিকায়।

আইনজীবী আমিনুল গণী টিটো জানান, মামলার বাদী আতিকুর রহমান উত্তরার গোল্ডেন টাইমস সোয়েটার অ্যান্ড স্যুয়িং লিমিটেড এবং এএসআর কম্পিউটারাইজড সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান। মঙ্গলবার আদালতে মামলার আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার আবেদনে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে। এছাড়া অন্যদের ‘পুলিশ কর্মকর্তাদের সহযোগী’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ‘ব্যবসার ছদ্মবেশে প্রতারণার’ অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ডিবি কর্মকর্তা নাজমুল হককে ফোন করলেও তিনি ধরেননি। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই।

আরও সংবাদ পড়ুন।

এএসপি সোহেল উদ্দিনের এত অপরাধ! আর কত অপরাধে জড়িত তিনি!

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

রাজধানীর মোহাম্মদপুরে সিআইডির পরিদর্শকের নেতৃত্বে ডাকাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top