উৎসবমুখর পরিবেশে পর্দা উঠেছে করপোরেট নারী কাবাডি লিগের

Picsart_23-01-22_22-09-46-000.jpg

উৎসবমুখর পরিবেশে পর্দা উঠেছে করপোরেট নারী কাবাডি লিগের

সাগর চৌধুরীঃ জাতীয় কাবাডি স্টেডিয়ামে ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মেয়েদের করপোরেট লিগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান।

উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও
করপোরেট নারী লিগের ভাইস চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক, সদস্য সচিব আরিফ মিহির সহ
ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

করপোরেট লিগ উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, করপোরেট লিগ নারী
জাতীয় কাবাডি দলের জন্য শক্তিশালী পাইপলাইন হতে পারে। এটা নিয়মিত রাখতে পারলে দেশের কাবাডির
ভবিষ্যত উজ্জ্বল হবে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন জানান, ‘মেয়েদের করপোরেট লিগ হওয়ায় কাবাডিতে রীতিমত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নারী খেলোয়াড়দের মধ্যে প্রাণসঞ্চার হয়েছে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটাবে। এর সুফল পেতে করপোরেট লিগ নিয়মিত আয়োজন করা জরুরি।’

করপোরেট লিগ উদ্বোধন শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ
আল-মামুন জানান, ‘ক্রিকেট, ফুটবলের মেয়েরা ভালো পারিশ্রমিক পাচ্ছে। করপোরেট লিগ হওয়ায় কাবাডির
মেয়েরাও আর্থিকভাবে লাভবান হবে। তখন মেয়েরা কাবাডির প্রতিও আগ্রহী হবে। তখন পর্যাপ্ত খেলোয়াড়
পাওয়া গেলে সেখান থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে।

প্রথম করপোরেট লিগে অংশ নিচ্ছে ৬টি দল। বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের
পৃষ্ঠপোষকতায় মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স।

সবশেষ জাতীয় দলে খেলা মতলব থান্ডারের আইকন শারমিন সুলতানা রিমা, বেঙ্গল ওয়ারিয়র্সের আইকন হাফিজা আকতার, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের আইকন দিশা মনি সরকার, ঢাকা টুয়েলভের আইকন রেখা আকতার, নরসিংদী লিজেন্ডসের আইকন রুপালী আকতার ও টেকনো মিডিয়ার
আইকন স্মৃতি আকতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top