তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু – সবচেয়ে বড় জুম্মার জামাত হবে বিশ্ব ইজতেমা মাঠে
সাগর চৌধুরীঃ গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে এসে জড়ো হয়েছেন সারাবিশ্বের মুসলমান। তাবলীগ জামাত আয়োজিত বিশ্বের মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ সমাবেশ হলো এই বিশ্ব ইজতেমা। গতকাল ও তারও আগে থেকেই এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ এখানে জামায়াত হয়েছেন মহান আল্লাহ’র নৈকট্য লাভের আশায়।
বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ শুক্রবার (১৩ জানুয়ারি২০২৩) পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বাদ ফজর আম বয়ান করেন। তাঁর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আজকের প্রথম পর্বের।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক বয়ান করবেন।
এসব শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে কাটবে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া লাখ লাখ মুসুল্লির প্রথম দিন।
আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন।
রাতের বেলা এজতেমা মাঠের দৃশ্য।
আগামী রোববার (১৫ জানুয়ারি২০২৩) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের।
আরও সংবাদ পড়ুন।
বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে – আইজিপি