রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা; ১৭ জেলায় শৈত্যপ্রবাহ চলছে
আবহাওয়া প্রতিবেদকঃ ডিসেম্বর মাসে সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করে সাপ্তাহের শুরুর দিক। আজ শনিবার রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীবাসীর জীবন। শুধু ঢাকা নয়, দেশজুড়েই শীতের প্রকোপ অনেক বেশি। দেশের ১৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে এ তথ্য জানান।
এছাড়া আজ শনিবার সকাল ৯টায় প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার মধ্যরাত থেকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রোববার ও পরশু সোমবার দেশের তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭ জেলায় জায়গায় শৈত্যপ্রবাহ চলছে। ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বরিশালের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।