বরিশাল জেলার শ্রেষ্ঠ হাইস্কুল ‘সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়’
জেলা প্রতিনিধিঃ গৌরনদী উপজেলা সদরের ঐতিহ্যবাহী হাইস্কুল সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি এবারে বরিশাল জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে গত ২৭মার্চ বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই কার্যক্রম পরিচালিত হয়।
ওই কার্যক্রম শেষে আজ বৃহস্পতিবার বিকেলে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক ফলাফল, ভৌতঅবকাঠামো, শিক্ষদের যোগ্যতা ও শিক্ষার মান, জাতীয় অনুষ্ঠানসমূহ পালন, ক্রীড়া ও সাংস্কৃতির চর্চা, পরিস্কার পরিচন্নতা, প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব, আর্থিক শৃঙ্খলা ইত্যাদি বিষয় বিবেচনায় এনে এ স্বীকৃতি দেয়া হয়।
১৯৪৮ সালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে বেশ সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।
২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর সরকার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে জাতীয়করন করে। এর পর থেকে এটি সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি অর্জন করে আসছে।
অপর দিকে গত ২১ মার্চ গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বাছাই কার্যক্রম পরিচালিত হয়।
ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহকে গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঘোষণা করা হয়।