পুলিশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে – আইজিপি

Picsart_23-01-01_21-34-29-084.jpg

পুলিশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে – আইজিপি

সাগর চৌধুরীঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়াক্ষেত্রে অনেক এগিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় বাংলাদেশ পুলিশের খেলোয়াড়গণ সাফল্যের স্বাক্ষর রাখছে। বিশেষ করে বাংলাদেশ পুলিশের ফুটবল এবং কাবাডি দল ভাল করছে। তিনি বলেন, এজন্য আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আরও ভাল করতে হবে।

তিনি আজ (০১ জানুয়ারি ২০২৩ খ্রি.) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে প্রথম পর্যায়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের খেলোয়াড়দেরকে নব প্রেরণায় নতুন উদ্যমে ক্রীড়াঙ্গনে আরও সাফল্য দেখাতে হবে। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা কৃতিত্বের সাথে বিজয়ী হয়েছেন। ভবিষ্যতেও ভালো করার এ ধারা অব্যাহত রাখতে হবে। যারা বিজয়ী হতে পারেনি তারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীতে ভালো করবে বলে প্রত্যাশা করেন আইজিপি।

অনুষ্ঠানে ১৮টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আইজিপি তাদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top