৫ জানুয়ারি ২০২৩ সালে প্রথম সংসদ অধিবেশন

Picsart_22-08-28_09-42-42-472.jpg

৫ জানুয়ারি ২০২৩ সালে প্রথম সংসদ অধিবেশন

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

২০২৩ সালের ৫ জানুয়ারি বৃহস্পতিবার ২১তম অধিবেশন শুরু হবে। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহবান করেন।

আজ সোমবার (১৯ ডিসেম্বর২০২২) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও সংসদ সচিব আইন শাখা-১ এর সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশ সবাইকে জানানো হয়।

নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

অধিবেশনের শুরু উপলক্ষে প্রতি বছর ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top