সাভার মেয়রের ২ ছেলের সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠি

Picsart_22-11-21_13-36-10-803-scaled.jpg

সাভার মেয়রের ২ ছেলের সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠি

অপরাধ প্রতিবেদকঃ ঢাকার সাভার পৌর মেয়রের দুই ছেলের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা দুজনই আওয়ামী লীগ নেতা।

রবিবার সন্ধ্যায় দুদক উপ-পরিচালক কমলেশ মণ্ডল এই তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত দুজন হলেন–সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনির বড় ছেলে ফারুক হাসান তুহিন ও ছোট ছেলে কামরুল হাসান শাহীন। তুহিন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি। শাহীন একই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক।

অভিযোগ আছে, মেয়রের দুই ছেলে তুহিন ও শাহীনের সাভার এবং দেশের বিভিন্ন এলাকায় নামে-বেনামে অনেক সম্পদ রয়েছে। মাত্র অল্প কিছু দিনের ব্যবধানে তারা এসব সম্পদের মালিক হয়েছেন। এসব কারণেই তাদের সম্পদের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

হিসাব চেয়ে পাঠানো দুদকের চিঠিতে লেখা হয়েছে, ওই দুই আওয়ামী নেতার বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগ থাকায় ফারুক হাসান তুহিন, তার স্ত্রী নাসরিন আক্তার (৩৮), ছেলে তৌফিক হাসান সোয়াদ ও তাসফিক হাসান সাবিদ, ছোট ভাই কামরুল হাসান শাহীন, তার স্ত্রী সুলতানা আক্তার, দুই ছেলে তাহসান হাসান রোহান ও তাহসিন হাসান রিয়ানের নামে নামজারি করা জমি, ফ্ল্যাট বা প্লটের তালিকা চেয়েছে দুদক।

ওই চিঠিতে আরও বলা হয়, চিঠি পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে হবে। তবে সাত দিন অতিবাহিত হলেও ওই চিঠি সম্পর্কে জানেন না বলে জানান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি তুহিন।

এ ব্যাপারে দুদকের উপ-পরিচালক ও অভিযোগের তদন্ত কর্মকর্তা কমলেশ মণ্ডল বলেন, ‘ফারুক হাসান তুহিন ও কামরুল হাসান শাহিনের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাদের গত ৯ নভেম্বর চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে তাদের তথ্য দিতে বলা হয়েছে।’


সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, আমি দুদকের চিঠির বিষয়ে জানি না। তবে দুদক যদি এমন চিঠি পাঠায় তবে অবশ্যই, চিঠি তাদের কাছে পৌঁছানোর কথা। আইনগত পদক্ষেপ নিবেন তারা। তবে বিষয়টি আমি গণমাধ্যমে জেনেছি।

আরও সংবাদ পড়ুন।

সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৬; মোবাইল ফোন উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top