ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে দুদকের অভিযান

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে দুদকের অভিযান

সাগর চৌধুরীঃ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন আলগী ইউনিয়নের পীরের চর সড়কের ২৭০০ মিটার রাস্তা কার্পেটিং এ ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস আশিক ইমতিয়াজ এন্টাপ্রাইজ ও ইন্জিনিয়ার এর বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের ভিত্তিতে দুদক, সজেকা, ফরিদপুর এর তিন সদস্যের সমন্বয়ে গঠিত টিম আজ আজ ১৫-১১-২০২২ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট কাগজপত্র অনুযায়ী রাস্তার পুরুত্ব ৪০ মিলিমিটার থাকার কথা থাকলেও একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে পরিমাপ করে রাস্তার বিভিন্ন স্থানে কম পুরুত্ব রয়েছে বলে টিমের নিকট পরীলক্ষিত হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, প্রাথমিকভাবে অভিযোগের যথার্থতা রয়েছে মর্মে প্রতীয়মান হলে, এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top