পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পুত্র রোহান সহ ৬ জন কারাগারে পাঠিয়েছে ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পুত্র রোহান সহ ৬ জন কে কারাগারে পাঠিয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,ভোলা।
আজ রবিবার (১৩ নভেম্বর২০২২) সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলার মামলায় আদালত এই আদেশ দেন।
মামলার আর্জীতে বাদী মোঃ মিজানুর রহমান লিখেন, “আমি পেশায় একজন সাংবাদিক। সাংবাদিকতার স্বার্থে সত্য সংবাদ প্রকাশ করায় বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হয়ে ইং ২৯/০৮/২০২২ তারিখ সময় অনুমান বিকাল ৫:০০ ঘটিকায় আমি আমার নিজ মোটর সাইকেল যোগে বাড়ী হইতে বাহির
হইয়া বোরহানগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা করিয়া মাঝি বাড়ীর দরজায় আসিলে বিবাদীগন বে-আইনি জনতাবন্ধে ৪/৫ টি মোটর সাইকেল যোগে সামনে থেকে আসিয়া আমার পথ রোধ করিয়া দাড়ায় এবং অতর্কিত আমাকে এলোপাথারী ভাবে বিবাদীগনের হাতে থাকা লোহার রড দিয়া মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
বিবাদীগণ আমাকে হত্যার উদ্দেশ্যে রড দিয়া মাথায় আঘাত করিয়া গুরুতর করে, হাড়ভাঙ্গা ও রক্তাক্ত জখম করে। আমি মাটিতে লুটাইয়া পড়িলে সকল বিবাদীগন মিলিয়া আমাকে এলোপাথারী ভাবে লাথি মারিয়া বুকে, পেটে, পিঠে মারাত্নক যন্ত্রনাদায়ক ফুলা জখম করে। এসময় বিবাদীগন আমার মটর সাইকেল বাইরিয়া তৈলের ট্যাংকি, হেডলাইটসহ অন্যান যন্ত্রংশ ভাঙ্গচুর করিয়া অনুমান ৩০,০০০/- টাকা ক্ষতি সাধন করে।
বিবাদীগন আমার সাথে থাকা নগদ ১৫,০০০/- টাকা ও আমার ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। যাহার মূল্য অনুমান ১৫,০০০ টাকা। আমি প্রান বাচানোর জন্য পাশে থাকা পুকুরে লাফাইয়া পড়ি এবং ডাকচিৎকার করি।
তাতে উল্লেখিত সাক্ষীগন দৌড়াইয়া আসে বিবাদীগনের হাত হতে আমাকে উদ্ধার করে। তখন বিবাদীগন সাক্ষীগনের সম্মুখে আমাকে খুন জখম করবে বলে হুমকি
দিয়া ঘটনাস্থান হতে চলে যায়। আমার শারীরিক অবস্থা খারাপ দেখে সাক্ষীগন চিকিৎসার জন্য আমাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত চিকিৎসক আমাকে ভর্তি করে। আমি বর্তমানে ভর্তি থেকে চিকিৎসাধীন অবস্থায় আছি।
আমি বিষয়টি এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিদের অবগত করে লিখিতভাবে আইনের আশ্রয় নিতে কিছুটা বিলম্ব হইল। আমি হাসপাতালে ভর্তি থাকায় আমার কথা মতো আমার
অভিযোগ আমার স্ত্রী সুমা এর মাধ্যমে থানায় প্রেরন করিলাম।”
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বরত ডাক্তারের বক্তব্য
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী হয়ে গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করেন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
https://wnews360.com/archives/52212
আহত মিজানুর রহমান হাসপাতালের বেডে শুয়ে