ভোলায় ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ৩ জনের মৃত্যু, অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত

Picsart_22-10-24_11-31-19-505.jpg

ভোলায় ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ৩ জনের মৃত্যু, অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত

জেলা প্রতিনিধিঃ সোমবারে ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ভোলা জেলার চরফ্যাসন, দৌলতখান ও ভোলা সদর উপজেলায় গাছ চাপা পড়ে একাধিক মৃত্যু হয়েছে বলে জানা যায়।

এছাড়া ঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে শতশত বাড়িঘর।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫ শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। তবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে নিন্মাঞ্চল ৩/৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে।

জেলা কন্ট্রোল রুম জানায়, গত রাতে ৭৪৬টি আশ্রয় কেন্দ্রে ৭৪ হাজার ৪৮২ জন মানুষ আশ্রয় নিয়েছে।

এ ছাড়া বেড়িবাঁধ, মুজিব কিল্লা ও আশ্রয় কেন্দ্রে ২২ হাজার ৩৫১ টি গবাদি পশু আশ্রয় নিয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো নিশ্চিত করে জানাতে পারেনি কন্ট্রোল রুম।

চরফ্যাসনের হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় মনির স্বর্ণকার (৪০) নামে এক ব্যক্তি গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। রাত ৮ টার দিকে তার ঘরের উপর গাছ উপড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঘরের উপর গাছ পড়ে খাদিজা বেগম নামে ৮০ বছরের এক বৃদ্ধা মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দৌলতখান থানার ওসি।

সদর উপজেলার ধনিয়া ৩ নং ওয়ার্ডের পাঠান বাড়িতে ঘরের উপর গাছ পড়ে মফিজল (৬৫) নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top