রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরায় তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুসের বিনিময়ে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগে দুদকের অভিযান পরিচালনা করেছে।
সাগর চৌধুরীঃ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জিঞ্জিরা জোন-০৫, কেরানীগঞ্জ, ঢাকা এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুসের বিনিময়ে অবৈধ সংযোগ দেওয়া সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে ৩ সদস্যের- এর একটি টিম অভিযান পরিচালনা করেছে।
দুদক এনফোর্সমেন্ট ইউনিট তিতাস গ্যাসের সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে।
টিম কেরানীগঞ্জ উপজেলার আগানগর এলাকার ৪টি বহুতল ভবনের ৬৮ টি ফ্লাটের অবৈধ গ্যাস সংযোগের খোঁজ পায় এবং তিতাস গ্যাসের কর্মকর্তারা উক্ত সংযোগ গুলো বিচ্ছিন্ন করে।
অবৈধ সংযোগ প্রদানপূর্বক ব্যবহারকারীর নিকট হতে টাকা গ্রহণকারী ব্যক্তিগণের সাথে তিতাস গ্যাসের দায়িত্বপ্রাপ্ত তিতাসের কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে মর্মে এলাকাবাসী টিমকে জানায়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, আজকের অভিযানের বাস্তবতার আলোকে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।