ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ, প্রস্থান ও লাঞ্চের সময় নির্ধারণ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ, প্রস্থান ও লাঞ্চের সময় নির্ধারণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছেন না। মানছেন না অফিস শেষে প্রস্থান কিংবা লাঞ্চের সময়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অফিসে আগমন, প্রস্থান ও লাঞ্চের সময় বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর২০২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইন্সটিটিউট, গবেষণা সংস্থা/ব্যুরোর পরিচালক, সব অফিস প্রধান ও সব ডেপুটি রেজিস্ট্রারদের কাছে এ নোটিশ পাঠানোর নির্দেশনা দেওয়া হয় দুই প্রশাসনিক কর্মকর্তাকে।
বিজ্ঞপ্তিতে তাদের বলা হয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (নামাজ ও দুপুরের খাবারের বিরতি অপরাহ্ন ১টা থেকে অপরাহ্ন ১টা ৩০ মিনিট পর্যন্ত)। বিষয়টি সংশ্লিষ্টদের এরই মধ্যে জানানো হয়েছে, কিন্তু সম্প্রতি কিছু কর্মকর্তা-কর্মচারীর যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে কর্তৃপক্ষের নজরে এসেছে।
এমতাবস্থায়, সকল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে অফিসে আগমন ও প্রস্থানের বিষয়টি নিশ্চিত করা এবং যারা নিয়মের ব্যত্যয় করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করছি।
বিষয়টি খুবই জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।