সাংবাদিক বায়েজিদ আহমেদ ও পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুশিয়ারি
নগর প্রতিবেদকঃ সাংবাদিক বায়েজিদ আহমেদ ও পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহার না হলে, কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
আজ দুপুরে, জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা এ হুশিয়ারি দেন।
তারা বলেন, সুবিধাবাদি ও সরকারি দলের দুর্নীতিবাজরা সারাদেশে অনিয়ম আর অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করায় সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
কিন্তু আইন মন্ত্রনালায় সাংবাদিকদের সুরক্ষায় কোন পদক্ষেপ নিচ্ছেনা। সাংবাদিক নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, এই দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে না নিলে আগামী ২২ অক্টোবর সাংবাদিক সমাবেশের মাধ্যমে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ষোষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান শিপু সহ
আরও অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।