দৌলতখান মদনপুর চরে ১০লক্ষ টাকার অবৈধ পাইল আটক; পুড়িয়ে ধ্বংস
উপজেলা প্রতিনিধিঃ আজ বুধবার (২১সেপ্টেম্বর ২০২২) ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চরে অভিযান চালিয়েছে ভোলা জেলা মৎস্য বিভাগ।
আজকের অভিযানে ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, দৌলতখান মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন সহ জেলা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা আজকের অভিযানে অংশ গ্রহন করেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ ধারা অনুযায়ী ছোট ফাসের পাই জাল, চরঘেরা জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে যৌথভাবে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। পাই জালে মাছের ডিম,অতি ছোট মাছসহ যা জালে ঢোকে সব আটকা পড়ে যায়। এতে ক্ষতি করে মৎস্য সম্পদের। তাই এসব মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করার জন্যই আমাদের এ বিশেষ অভিযান চালানো হচ্ছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ আরও বলেন, আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।