ভোলার লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ পাইজাল জব্দ; পুরিয়ে বিনষ্ট
সাগর চৌধুরীঃ ভোলা জেলার লালমোহন উপজেলার তেতুলিয়া নদী’র বাত্তির খাল এলাকা থেকে অবৈধ মাছ ধরার (খুটির পাইজাল) ২৯টি অবৈধ জাল নদী থেকে অপসারন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬সেপ্টেম্বর২০২২) অবৈধ মাছ ধরার জাল(খুটির পাইজাল) নদী থেকে অপসারনের অভিযানে স্বশরিরে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় উপ পরিচালক আনিসুর রহমান তালুকদার, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ, ভোলা জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তাগণ।
আজকের অভিযানে বিপুল সংখ্যক র্যাব, কোষ্টগার্ড এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আজ ২৯০০০ মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করে, নির্বাহী কর্মকর্তার সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়।