দৌলতখান উপজেলার মদনপুরে অবৈধ খুটিজাল আটক;জাল পুড়িয়ে ধ্বংস
উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ বিভিন্ন মাছ ধরার জাল ফেলে স্থানীয় প্রভাবশালীরা।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা’র নেতৃত্বে বাংলাদেশ কোস্টগার্ড এর সাতজনের চৌকস টিম এবং দৌলতখান উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে অবৈধ বিপুল সংখ্যক খুটি কর্তন এবং
চরঘেরা জাল খুটিসহ আটক করা হয়েছে।
আটক কৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান, দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা।
তবে স্থানীয় জেলেদের অভিযোগ, দৌলতখান উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলার সিমানায় আরও এমন দশ থেকে পনেরটি অবৈধ চরঘেরাজাল, খুটিজাল আছে।
দেশের মৎস্য সম্পদ নষ্ট করা এমন জাল গুলো আটক করে ধ্বংস করা হোক।