নোয়াখালীতে ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি কাজে ঘুষ দাবী- দুদকের অভিযান

নোয়াখালীতে ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি কাজে ঘুষ দাবী- দুদকের অভিযান

সাগর চৌধুরীঃ বিআরটিএ, নোয়াখালীতে ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি কাজে নিয়োজিত এনরোলমেন্ট এক্সিকিউটিভ মোহাম্মদ শোয়েব সরকার কর্তৃক লাইসেন্স ডেলিভারিতে ১০০/- টাকা করে আদায়ের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী এর উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মাছুম, কোর্ট পরিদর্শক মোঃ ইদ্রিস ও সহকারী পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম এর সমন্বয়ে গঠিত তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম আজ একটি অভিযান পরিচালনা করেছে।

দুদক টিম ছদ্মবেশে উক্ত অফিসে লাইসেন্স ডেলিভারি সেকশনের কাজ পর্যবেক্ষণ করে। এনফোর্সমেন্ট টিমকে বিআরটিএ অফিসের সহকারী রাজস্ব কর্মকর্ত সুজিত রায় জানান যে, অভিযুক্ত শোয়েব সরকার বিআরটিতে কর্মরত কেউ নয়। তিনি বিআরটিএকে লাইসেন্স সরবরাহকারী প্রতিষ্ঠান টাইগার আইটির একজন কর্মচারী। বিআরটিএ নোয়াখালীর সহকারী পরিচালক নিয়মিত লাইসেন্স ডেলিভারি সেকশন তদারকি করেন। টাকা আদায়ের মতো কোন বিষয়ের প্রমাণ পেলে তিনি বিআরটিএ প্রধান কার্যালয় ও সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন।

টিম সংশ্লিষ্ট দফতর হতে নথিপত্র সংগ্রহ করেছে, যা পর্যালোচনা করে টিম পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top