দুর্নীতি ও মানিলন্ডারিং এর অপরাধে সার্ভেয়ার আতিকুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা দায়ের
সাগর চৌধুরীঃ আসামী মো: আতিকুর রহমান (৪০), সার্ভেয়ার, জেলা প্রশাসকের কার্যালয়,বান্দরবান, সংযুক্তিতে সার্ভেয়ার, ভূমি অধিগ্রহণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার, পিতা-মোঃ আবদুর রহমান, সাং- মীরপুর দক্ষিণ, ডাকঘর-সিরাজগঞ্জ, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ অসৎ উদ্দেশ্যে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহারপূর্বক মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর সম্পৃক্ত অপরাধ “দুর্নীতি ও ঘুষ” এর মাধ্যমে অর্জিত ২৩,৬৩,৯০০/- (তেইশ লক্ষ তেষট্টি হাজার নয়শত) টাকা তার জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের চেষ্টা করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় মোঃ রিয়াজ উদ্দিন, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার বর্ণিত ধারায় আসামীর বিরুদ্ধে গতকাল রবিবার একটি মামলা দায়ের করেছে।
মামলা তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তা আমলে নেয়া হবে।