ব্যাবসা করা কি অপরাধ ? – নজরুল ইসলাম

Picsart_22-06-29_16-28-37-093.jpg

ব্যাবসা করা কি অপরাধ? – নজরুল ইসলাম

কমবেশি অনেকেই অবগত আছেন,আমি ছোট খাটো একটা ব্যাবসা করি। উপজেলা রোডে আমার একটি দোকান আছে,যেখানে আমি ডিজেল বিক্রি করি।

বোরহানউদ্দিন এগ্রিকো (৯৫ মেগাওয়াট) পাওয়ার প্লান্টে টুকটাক ডিজেল লাগে। সেখানে আমি ডিজেল সাপ্লাই দেই।যখন অফিস থেকে ডিজেলের বিল আনার জন্য আমাকে ফোন দিত,তখন আমি গিয়ে পাওনা টাকা আনতাম। সেফটি ড্রেস ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। তাই তখনকার সুপারভাইজার তারেক ভাই গেটে এসে আমাকে পাওনা টাকা পরিশোধ করতেন।

তখনকার একটি সিসিটিভি ফুটেজ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মোস্তাক শাহিন তার ফেসবুক আইডি তে পোস্ট করে আমাকে চাঁদাবাজ বানানোর অপচেষ্টা করছে।

আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নজরুল ইসলাম
সাবেক সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ।
বোরহানউদ্দিন উপজেলা।

চাঁদাবাজি প্রসঙ্গে, কর্মকর্তার বক্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top