বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ এর মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক
সাগর চৌধুরীঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ আজ ২৯ জুন ২০২২ সকাল সাড়ে ১০ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী,শুভানুধ্যায়ী রেখে গেছেন। গত ১২ জুন হৃদরোগ আক্রান্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা নির্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম ভাইয়ের সার্বিক তত্বাবধানে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টার নির্মল রঞ্জন গুহ দাদাকে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুন এয়ার এম্বুলেন্স যোগে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান তিনি দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সাথে চাঞ্জা লড়ে আজ ২৯ জুন বাংলাদেশ সময় সকাল ১০ ঘটিকায় লাখো নেতা/কর্মীদের কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি একজন খাঁটি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক ছিলেন। বঙ্গবন্ধু, শেখ হাসিনা আপা ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। অসুস্থ ওয়ার আগের দিন পর্যন্ত তিনি দেশ ও জাতির জন্য কাজ করে গেছেন। করোনা কালীল সময়ে তিনি ও তাঁর সহযোদ্ধা সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবু জীবন বাজি রেখে করোনা মোকাবেলায় করোনা রোগী পরিবহন, লাফন, ফ্রি অক্সিজেন সরবরাহ, ফ্রি মেডিক্যাল হেলথ্ সার্ভিস, কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া, ভ্যান চালিয়ে ক্ষুদার্ত মানুষের মাজে খাদ্য বিরতন নির্মল রঞ্জন গুহ দাদা মানবতার ফেরিওয়ালা খেতাবে ভূষিত হয়েছেন। এ সব কর্মকান্ডের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অাপা জাতীয় সংসদে তার বক্তৃতায় স্বেচ্ছাসেবক লীগের ভুয়সী প্রশংসা করেছেন।
মানুষের জন্য কাজ করতে করতে তিনি, মানুষের জন্য নিজের জীবন উতসর্গ করে দিলেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে স্বর্গীয় নির্মল রঞ্জন গুহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তাঁর পবিত্র আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার- পরিজন, আত্মীয় -স্বজন, গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ক সম্পাদক, ওবায়দুল হক খান সংবাদ নিশ্চিত করেন।