গাজীপুরের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Picsart_22-06-27_23-42-58-223.jpg

গাজীপুরের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

সাগর চৌধুরীঃ গাজীপুরের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

দুদকের সচিব মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীরের দুর্নীতি অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক নারগীস সুলতানাকে প্রধান করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছ। কমিটির অপর সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান।

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।

এছাড়াও মেয়রের দায়িত্বে থাকাকালীন ভুয়া দরপত্র, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচার, বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, হাটবাজার ইজারার টাকা যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ বিভিন্ন অভিযোগও রয়েছে।

একইসঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমি দখল ও রাস্তা প্রশস্তকরণের সময় ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধান কমিটি এসব বিষয় খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় ২০২১ সালের ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরেরই ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ। ওই সময় স্থানীয় সরকার বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া দরপত্র, নির্দিষ্ট কোম্পানিকে দর দেওয়ার অনুরোধ, দরপত্রে অনিয়মসহ বিভিন্ন অনিয়মের কথাও উল্লেখ ছিল।

তখন থেকেই জাহাঙ্গীর আলমের দুর্নীতি নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top