সরকারি ডাক্তার অফিস টাইমে প্রাইভেটে রোগী দেখার অভিযোগে দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ সরকারি ডাক্তার কর্তৃক সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় অফিস চলাকালীন সরকারি হাসপাতালে রোগী না দেখে প্রাইভেটে রোগী দেখার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ, সরকারি কর্মচারী হাসপাতাল এবং ঢাকা’র বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী ও উপসহকারী পরিচালক মোঃ কামিয়াব আফতাহি-উন-নবী’র সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অভিযোগের ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ, সরকারি কর্মচারী হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে টিম কথা বলে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করে।
রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেন।