আগামী কাল ২৬ মে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক ছাত্রদলের
রাজনৈতিক প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে আগামী ২৬ মে সারাদেশে ও ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এর আগে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রাবণ বলেন, আমাদের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর থেকে ছাত্রলীগের নেতৃবৃন্দকে আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বজায় রাখতে আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখলাম যে, সেই ছাত্রলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ রঞ্জিত হয়েছে। তারা রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা রাখেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষার্থে সকাল ছাত্র সংগঠনকে ইতিবাচক আচরণের আহ্বান জানান।
এসময় সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব আমান উল্লাহ আমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।