অবশেষে আটক হলো ৫ টাকার স্থলে ১০ টাকা টিকিট নেওয়া ভোলার ইলিশা লঞ্চ ঘাট ইজারাদার

Picsart_22-05-09_16-30-17-183.jpg

অবশেষে আটক হলো ৫ টাকার স্থলে ১০ টাকা টিকিট নেওয়া ইলিশা লঞ্চ ঘাট ইজারাদার

সাগর চৌধুরীঃ আজ সোমবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (জেলা এনএসআই) ভোলা এর তথ্য ও প্রত্যক্ষ অংশগ্রহণে ‘ইলিশা লঞ্চ ঘাটে’ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

আজকের অভিযানে, ঘাট টিকেট সরকার নির্ধারিত ৫ (পাঁচ) টাকার স্থলে ১০ (দশ) টাকা নেওয়ার অপরাধে কাউন্টার ম্যান ‘মোঃ লিটন(২৮), পিতা- মৃত বাচ্চু মাতুব্বর, সাং- রাজাপুর, ২ নং ওয়ার্ড, তালুকদার হাট, ভোলা সদর, ভোলা’কে ০৭ (সাত) দিনের জেল ও ঘাট ইজারাদার’কে নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা করা হয়।

ঘাট ইজারাদার এর পক্ষে তার প্রতিনিধি ‘ ফারুক আহমেদ’কে পরবর্তীতে বাড়তি টিকেট ফি আদায় করবে না মর্মে মুচলেকা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ, সাথে ছিলেন গৌতম গুহ।

তবে, দীর্ঘদিনের এই অনিয়ম সম্পর্কে ভোলা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারকে একাধিক বার জানানো হলেও আইনগত কোন ব্যবস্থা গ্রহন করেন নি।

স্থানীয় যাত্রীগণ অভিযোগ করেন, এই লঞ্চঘাট দিয়ে জেলার সব বড় বড় কর্তারা ঢাকা যাতায়াত করেন কিন্তু বছর পার হলেও বিষয়টি সম্পর্কে এতদিন আইনগত ব্যবস্থা গ্রহন করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top