ভোলার ইলিশা ঘাটে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সিসি ক্যামেরা চালু

ভোলার ইলিশা ঘাটে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সিসি ক্যামেরা চালু

আকতারুল ইসলাম আকাশঃ ভোলার ইলিশা ফেরি ও ইলিশা লঞ্চঘাটে বসানো হয়েছে অত্যাধুনিক ক্লোজড সার্কিট ক্যামেরা। কঠোর নজরদারি ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ৯ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। এতে যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি কমবে অপরাধ এবং অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানায় পুলিশ।

ইলিশা ফেরি ও লঞ্চঘাটের প্রবেশমুখে অত্যাধুনিক এ সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাঁচ মেগাপিক্সেল প্রতিটি ক্যামেরার সঙ্গে রয়েছে মেমোরি কার্ড।

যাত্রীরা মনে করেন এটি অপরাধ দমন ও অপরাধী শনাক্তে কার্যকরী ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন যাত্রীরা।

দুর্ঘটনা ও অপরাধমূলক ঘটনা ঘটলে দ্রুত পুলিশের কাছে তথ্য পৌঁছে যাবে। এতে কমবে অপরাধের মাত্রা এমনটাই প্রত্যাশা ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলামের।

পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ইলিশা ফেরি ও লঞ্চঘাটটি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার যাত্রী এ ঘাট দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এ ঘাটটিতে দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটার শঙ্কা রয়েছে। তাই এই ঘাটটিতে অত্যাধুনিক ৯ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আরও ৩ টি বসানোর কার্যক্রম চলছে।

পুলিশ সুপার আরও জানান, এছাড়াও জেলার ভেদুরিয়া ফেরি ও লঞ্চঘাটসহ প্রত্যেক উপজেলার লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ জায়গাগুলো পর্যাক্রমে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। এবং এসব ক্যামেরা জেলা পুলিশ মনিটরিং করবে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top