পুলিশে ইন্সপেক্টর পদে ১২৩ জনের পদোন্নতি

PicsArt_08-09-12.06.35.jpg

পুলিশে ইন্সপেক্টর পদে ১২৩ জনের পদোন্নতি

সাগর চৌধুরীঃ বাংলাদেশ পুলিশে ইন্সপেক্টর পদে ১২৩ জন পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ইন্সপেক্টর (নিরস্ত্র) ৬৭ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) ৩৯ জন ও ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ১৭  জনসহ মোট ১২৩ জন রয়েছেন।

উল্লেখ্য, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্খিত জনগণের পুলিশ গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশকে দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বিদ্যমান পদোন্নতি পদ্ধতি সহজীকরণ করা হয়েছে।

আইজিপির উদ্যোগে ২০২০ সাল থেকে বাংলাদেশ পুলিশের অধস্তন সদস্যদের কেন্দ্রীয়ভাবে পদোন্নতি পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়, যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এর ফলে অধস্তন পুলিশ সদস্যদের মধ্যে নতুন কর্মোদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top