জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Picsart_22-02-15_18-16-51-260.jpg

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদকঃ চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বুধবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১২ টায় এ পুরস্কার প্রদান করা হয়।

অভিনেত্রী আনোয়ারার হাতে আজীবন সম্মাননা তুলে দেয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে শারীরিক অসুস্থতার জন্য নিজে উপস্থিত হতে পারেননি আনোয়ারা। তার হয়ে আজকের আয়োজনের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আনোয়ারার মেয়ে মুক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য ২৭টি বিভাগে এবারে ৩০টি পুরস্কার পেয়েছেন ২৯ জন শিল্পী ও কলাকুশলী। অভিনেত্রী আনোয়ারার সঙ্গে এবার অভিনেতা রাইসুল ইসলাম আসাদকেও আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top