স্বাধীনতা পুরস্কারে মনোনয়নে ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা – আ ক ম মোজাম্মেল হক
বিশেষ প্রতিবেদকঃ এবার ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ –
সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে প্রয়াত মো. আমির হামজার নাম বাতিল করেছে সরকার। এবার সাহিত্যিক ও পাঠকমহলে একেবারে পরিচয়হীন এই ব্যক্তিকে এ পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে যারা ভুল তথ্য দিয়েছে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।
জাতীয় পুরষ্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
শনিবার (১৯ মার্চ) তিনি মুঠোফোনে গনমাধ্যমে বলেন, এ ঘটনায় যারা ভুল তথ্য দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইতোমধ্যে জড়িতদের শোকজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
তিনি আরও জানান, ব্যাখ্যা চাইতেও কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করে দেশের সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বোদ্ধা মহলে সাহিত্যে প্রয়াত আমির হামজাকে পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়।
পরে বিতর্ক ও সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দিয়ে শুক্রবার (১৮ মার্চ) নতুন তালিকা প্রকাশ করা হয়।