আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Picsart_22-02-20_09-14-01-833.jpg

আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষা প্রতিবেদকঃ আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (১২ মার্চ) রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করা যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।’

তিনি বলেন, ‘শিগগিরই আনুষ্ঠানিক ভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা চাই না শিক্ষার্থীরা কোনও চাপে থাকুক। তাদের পাঠ মনোযোগের সাথে হওয়া ও আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top