রফাদফা – মোঃ আঃ কুদদূস

Picsart_22-03-06_11-49-47-690.jpg

রফাদফা – মোঃ আঃ কুদদূস

গাট্টিবস্তা বাঁধা শেষ
মিঠে কথায় চিড়ে ভিজবে না আর
এবার হবে রফাদফা
বিরহের প্রচ্ছদে — আলো প্রভাতের।

কংলাকের মতো বুকে
দ্রোহের আগুন জ্বলা শেষ
এখন, জীবন যায় যাক
শূন্য দেয়ালে লাল স্লোগান লিখেছি,
বিচ্ছেদের সময় এসে গেছে
নীলনদ ও গঙ্গাতীরের।

আর প্রস্তুতির দরকার নাই
এখন শুধু চাই
লালবাতি জ্বলুক অন্ধকারের
তবুও দুদন্ড মুখোমুখি বসে
লোকদেখানো করমর্দন হোক
তোমার আমার — আমাদের।

অযথা বাগাড়ম্বর কেন?
ঢের হয়েছে, ঢের
বন্য পশুর লেজে কান চুলকিয়ে বলছি,
শব্দের বেসাতি নয়
এসে গেছে — বিপ্লব মৃত দেহের।

৬ মার্চ ২০২২
ঢাকা

মোঃ আঃ কুদদূস
কবি ও সরকারী কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top