মাদক,বাল্যবিবাহ ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের শপথ
অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীদের নানান সমস্যা নিয়ে জেলা প্রশাসনের সাথে মত বিনিময়।
জেলা প্রতিনিধিঃ যশোরে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের শপথ ও শিক্ষার্থীদের নানান সমস্যা নিয়ে জেলা প্রশাসনের সাথে মত বিনিময় সভা।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) যশোর কালেক্টরেট স্কুলে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমে জাগ্রত হতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। পরে মাদক, বাল্য বিবাহ, আত্মহত্যা রোধে শিক্ষার্থীরা জেলা প্রশাসনের কর্মকর্তার কাছে নানান প্রশ্ন করেন, শিক্ষার্থীদের সেই প্রশ্নের সমস্যা সমাধানে কর্মকর্তারা পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল,
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইসমাঈল হোসেন প্রমুখ।
পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন তাঁর বক্তব্যে লাল সবুজের প্রশংসা করে বলেন, মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। মাদক থেকে নিজকে দূরে রাখতে হবে, মাদক একটি জীবন নয় পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তিনি আত্মহত্যা রোধে অভিবাবকদের বলেন সন্তানদের সাথে সুন্দর আচরন ও তাদের সঠিকভাবে পরিচালনা করার পরামর্শ দেন।