ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক মেহেদী হাসান মোর্শেদ
উপর হামলা; থানায় অভিযোগ
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে হত্যার চেষ্টার অভিযোগ করে সিএনএন টিভির সাংবাদিক মেহেদী হাসান মোর্শেদ। তিনি বলেন, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোরহানউদ্দিন টবগী ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসানের হয়ে, একটি সংবাদ প্রকাশ করে সেই সূত্র ধরে আমার উপর বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে থাকেন নয়ন মেলেটারি নামে একলোক এবং সেই থেকে নয়ন মেলেটারি আমার সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করতে থাকে।
বিবাদীর সাথে নির্বাচন বিষয় নিয়া আমার বিরোধ চলিয়া আসিতেছে। তাতে বিবাদী আমার ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করিয়া আসিতে থাকে। গতকালরাতে হকিমুদ্দিন নতুন মাছঘাট আমি মাছ ক্রয় করিতে গেলে বিবাদীর সাথে আমার দেখা হয়। তখন বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। আমি প্রতি উত্তর করিলে বিবাদী আমাকে এলোপাধারী কিলঘুশি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে, আমার পকেট থেকে মোবাইল নিয়ে যায়,লোকজন আসিয়া মারধর থামাইয়া দিলে বিবাদী আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়া বলে আমাকে খুন করিবে,আমাকে পথেঘাটে একাকী পাইলে মারপিট করিয়া পঙ্গু করবে,আমার মানসম্মান নষ্ট করিবে, আমার নামে মিথ্যা বদনাম রটাবে ইত্যাদি বিবাদী উক্ত ঘটনা করায় আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে জানাইয়া আইনের আশ্রয় নিতে বাধ্য হলাম। এই ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ করি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির বিপিএম বলেন, এই ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে ঘটনা সঠিক তদন্তের মধ্যে আইন অনুযায়ী ব্যাবস্তা নেওয়া হবে।