ভোলার চরফ্যাশনে ৪টি ইটভটার বিরুদ্ধে পাঁচ লক্ষটাকা জরিমানা
চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের আইন অমান্য করে ভোলার জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইট ভাটা পরিচালনা করার কারণে পরিবেশ অধিদপ্তর ভোলা বিশেষ অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)” অনুযায়ী নিষিদ্ধ এলাকায় পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজকের অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং Rab-8 সহযোগিতা করেন।
চরফ্যাশন উপজেলায় অভিযান পরিচালনাকালে ৪টি ইটভটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
আজকের অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক- এই আদেশ দেন।
এই সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের জেলা কর্মকর্তা মালেক মিয়া। অফিস সহকারী কাওসার আহম্মেদ।