৮ বিভাগের নিম্ন আদালত তদারকে ৮ বিচারপতি
বিশেষ প্রতিবেদকঃ নিম্ন আদালতের বিচার ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে দেখাশোনার জন্য আট বিভাগের জন্য উচ্চ আদালতের আটজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার হাই কোর্ট বিভাগের আট বিচারকের মাধ্যমে মনিটরিং কমিটি গঠন করে দিয়েছেন।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়োছে, “মাননীয় প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের প্রত্যেক বিভাগের জন্য হাই কোর্ট বিভাগের একজন করে মাননীয় বিচারপতি মহোদয়কে মনোনয়ন প্রদান করেছেন।”
ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম।
চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লাকে।
খুলনা বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনকে এবং বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী বিভাগের নিম্ন আদালত দেখভাল করবেন বিচারপতি মো. আখতারুজ্জামান।
রংপুর বিভাগে এই দায়িত্ব পেয়েছেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন।
সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান।
ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. জাকির হোসেনকে।
এই আট বিভাগের জন্য মনিটরিং কমিটিকে সাচিবিক সহায়তা করতে আলাদা করে আট কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।