সাব-রেজিস্ট্রারেরা আইন মন্ত্রণালয়ের অধীনে কেন, প্রশ্ন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী’র

Picsart_22-01-21_13-59-30-623.jpg

সাব-রেজিস্ট্রারেরা আইন মন্ত্রণালয়ের অধীনে কেন, প্রশ্ন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী’র

সাগর চৌধুরীঃ সাব-রেজিস্ট্রারদের আইন মন্ত্রণালয়ের অধীনে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে দ্বিতীয় অধিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘সাব-রেজিস্ট্রার সাহেবরা ভূমির কাজ করেন। অথচ তারা আইন মন্ত্রণালয়ের অধীনে। এটি আমার একটি কষ্টের জায়গা। কী কারণে কেন এটা আইন মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হলো তা আমার বোধগম্য নয়।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘সাব-রেজিস্ট্রার সাহেবরা আইন মন্ত্রণালয়ের অধীনে থাকায় ভূমি ব্যবস্থাপনার কাজে সমন্বয় করাটা জটিল হয়। তবে এ থেকে উত্তরণে সরকারের বিভিন্ন মহলে আলাপ-আলোচনা চলছে। আশা করি সাব-রেজিস্ট্রাররা ভূমি মন্ত্রণালয়ের আওতায় চলে আসবেন। তবে না এলেও কোনও সমস্যা হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top