করোনা আক্রান্ত হয়ে ভোলার জেলা কৃষি কর্মকর্তা হরলাল মধুর মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে ভোলার জেলা কৃষি কর্মকর্তা হরলাল মধুর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরলাল মধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালটির পরিচালক মো. বাকির হোসেন বলেন, হরলাল মধু কোভিড-১৯–এ পজিটিভ ছিলেন। শ্বাসকষ্ট নিয়ে তিনি ১১ নভেম্বর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ৫ নভেম্বর রাতে জ্বর, ঠান্ডা ও গলাব্যথা শুরু হলে প্রথমে বিষয়টি স্বাভাবিক জ্বর মনে করেন হরলাল মধু। পরে ৭ নভেম্বর ভোলা সদর হাসপাতালে করোনা ইউনিটে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। এরপর তিনি ওই হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে বুধবার তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেওয়া হয়।

কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি বছরের ৫ এপ্রিল হরলাল মধু ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি গোপালগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top