“সেবা সপ্তাহ ২০২১” জুড়ে দেড় হাজার গ্রাহককে রাজউক সেবা দিয়েছে
বিশেষ প্রতিবেদকঃ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেবা সপ্তাহ পালন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেবা সপ্তাহে ১ হাজার ৫১০ জনকে সেবা দিয়েছে রাজউক। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলে বিকেল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শেষ দিন ভবনের নকশা অনুমোদন সংক্রান্ত ১৩০টি, ভূমি ব্যবহার ছাড়পত্র সংক্রান্ত ১৫টি এবং প্লট-ফ্ল্যাটের হস্তান্তর আম-মোক্তার, নামজারি ও গাঁজ দলিল নিবন্ধন সংক্রান্ত ১৮৪টি সেবা দেওয়া হয়।
রাজউক জানিয়েছে, সেবা অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যাশীদের ভবনের নকশা অনুমোদন, ভবনের ব্যবহার সনদ প্রদান, ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদান, প্লট-ফ্ল্যাটের নামজারি ও লিজ দলিল নিবন্ধন সংক্রান্ত সেবা দেওয়া হয়েছে।
এছাড়া সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ৬৩০ জন নকশা অনুমোদন সংক্রান্ত, মোট ১৮৬ জন ভূমি ব্যবহার সংক্রান্ত এবং ৬৯৪ জন এস্টেট ও ভূমি সংক্রান্ত সেবা পেয়েছেন।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেবা সপ্তাহ পালন সম্পর্কে বলতে গিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী
বলেন, আমরা জনগণের সেবা পৌঁছে দিতে চাই। আগামীতেও আমাদের সেবা চলমান থাকবে।