নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে বিনা রশিদে প্রবেশ ফি, লাগেজ ফি ও অন্যান্য ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালামের নেতৃত্বে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
দুদক টিম সরেজমিনে ফতুল্লা লঞ্চঘাট ও বিআইডব্লিউটিএ’র অফিস পরিদর্শন করেন। লঞ্চঘাটের কার্যক্রম বিকেল ০৪ টা থেকে আরম্ভ হওয়ায় অভিযান কালে বিআইডব্লিউটিএ’র দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তাকে অফিসে পাওয়া যায়নি।
আজকের অভিযানে দুদকটিম ইজারাদারের প্রতিনিধির সাথে কথা বলে এবং ইজারা সম্পর্কিত নথিপত্র সংগ্রহ করে।
এক্ষেত্রে প্রাপ্ত নথিপত্র ও তথ্য-প্রমাণ যাচাইপূর্বক বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট টিম।