চৌদ্দগ্রামে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিদ্রোহী প্রার্থীদের মানববন্ধন;ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তাকে স্মারকলিপি
কুমিল্লা ব্যুরোঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সাংসদের অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছেন বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকরা।
আজ (মঙ্গলবার) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা।
এসময় তারা অভিযোগ করেন, ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে স্বতন্ত্র প্রার্থীদের
নেতা কর্মীদের হুমকি ও ভয়-ভীতি দিচ্ছেন স্থানীয় সাংসদ সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি।
চৌদ্দগ্রামে ইউপি নির্বাচনের স্থানীয় সাংসদের অবৈধ হস্তক্ষেপ মুক্ত নির্বাচন চাই দাবি জানিয়ে প্লে-কার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধন করেন তারা।
এর আগে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ১০জন স্বতন্ত্র প্রার্থী। তারা দাবি করেন সুষ্ঠু নির্বাচন হলে নৌকার পক্ষে ৫% ভোটও পাবে না তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা শিল্পী।
এছাড়া আরো বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক, এসএম শাহীন মজুমদার, মো. বেলাল হোসেন সহ অন্যান্য প্রার্থীরা।