ফাইনালে লড়বে ভোলা প্রেসক্লাব বনাম তজুমদ্দিন প্রেসক্লাব; আজকের খেলা স্থগিত!
ভোলা প্রতিনিধি এইচ এম জাকিরঃ ভোলার লালমোহন প্রেসক্লাবের আয়োজনে শুরু হওয়া “বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃউপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট”। রবিবার বিকেল ৩টায় টুর্নামেন্টের লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ভোলা প্রেসক্লাবের মুখোমুখী হলেন দৌলতখান প্রেসক্লাব। ৪০ মিনিটের খেলায় ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে গোল্ডেল বলে ভোলা প্রেসক্লাব ১-০ গোলে পরাজিত করে দৌলতখান প্রেসক্লাবকে। ভোলা প্রেসক্লাব জয়ের ফলে তারা ফাইনালে উঠে গেল।
যদিও কথা ছিল আজ সোমবার ফইনালে মুখোমুখী হবে ভোলা প্রেসক্লাবের সাথে তজুমদ্দিন প্রেসক্লাব কিন্তু খারাপ আবহাওয়ার জন্য খেলা দিন স্থগিত করা হয়েছে। এখনো দিন তারিখ নির্ধারন করা হয় নি। নির্ধারিত দিন তারিখ জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ভোলা জেলার ৫টি প্রেসক্লাব (ভোলা প্রেসক্লাব, দৌলতখান প্রেসক্লাব, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব, তজুমদ্দিন প্রেসক্লাব ও লালমোহন প্রেসক্লাব) এর অংশগ্রহণে শুরু হয় “বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃউপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট”।
ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।