ভোলা সদর হাসপাতালে স্টোর রুম নেই নষ্ট হচ্ছে সরকারী জিনিসপত্র
জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা
ভোলার ১৮ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ভোলা সদর জেনারেল হাসপাতাল।
তবে এখান কার ২৫০ শয্যার হাসপাতালটি চলছে মাত্র ৫০ শয্যার জনবল দিয়ে।
এখানে নেই কোনো স্টোর রুম। বিভিন্ন জিনিসপত্র হাসপাতাল ভবনের দোতলায় ওঠার সিঁড়ির পাশে, কখনো ছাদে, কখনো রোগীর কেবিনে, আবার কখনো বাইরে রাখা হচ্ছে অরক্ষিত, অবহেলায়। ফলে বছরের পর বছর অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে এসব মালপত্র।
হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও যেখানে ছিল হাসপাতালের পুরোনো তাঁদের স্বজনেরা জানান, হাসপাতালের বেড, চেয়ার, টেবিল, বিছানা, লেপ-
বিভিন্ন মালপত্র দোতলায় ওঠার সিঁড়ির তোশক। পাশে রাখায় অনেকের দোতলায়
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে কে ওঠানামা করতে সমস্যা হচ্ছে। ষ্টোর বা কারা হাসপাতালের পেছনে ডাষ্টবিনে রুম না থাকায় হাসপাতালের পরিত্যক্ত ডাসবিনে আগুন ধরিয়ে দেন। সেখান থেকে কিছু মালপত্র রাখা হয়েছিল।
ভোলা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম বলেন,’এ হাসপাতালে কোনো স্টোর রুম না থাকায় হাসপাতালের বহু মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে বহুবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো কাজ হচ্ছে না।