পুলিশের দুটি হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর
সাগর চৌধুরীঃ জননিরাপত্তা বিধান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক Andrey Boginskiy ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আজ (শুক্রবার) সকাল সাড়ে এগারোটায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বেসেডার Alexander Mantytsky, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে, জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক Andrey Boginskiy এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।