ভোলা জেলা প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষার প্রথম দিনে ভোলায় রিয়াজ উদ্দিন নামের এক শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বছর ওই শিক্ষক আর পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না বলেও জানা যায়। তিনি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সহযোগিতার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
রোববার উপজেলার কুতুবা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সহযোগিতা করার অভিযোগে ওই কেন্দ্রে দায়িত্ব পালনরত শিক্ষক রিয়াজ উদ্দিনকে তাঁর দায়িত্ব পালন থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছেন ইউএনও সাইফুল ইসলাম।
অব্যাহতি পাওয়া রিয়াজ উদ্দিন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানিয়েছেন কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই কেন্দ্রের কেন্দ্র সচিব কবির চৌধুরী। ওই কেন্দ্রে উপজেলার পাঁচটি স্কুলের পরীক্ষার্থী রসায়ন বিষয়ে পরীক্ষা দিচ্ছিল।
ঐ শিক্ষককে অব্যাহতির সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও সাইফুল ইসলাম।