আমরা সবাই প্রতারক – সাগর চৌধুরী

PicsArt_09-29-12.22.40.jpg

আমরা সবাই প্রতারক – সাগর চৌধুরী

প্রতারনার সাথে রোজ বসবাস। সবার সাথেই কম বেশি প্রতারনা করি। মা-বাবা, ভাই-বোন, পাড়া-পরশী, আত্মীয়-স্বজন, দেশের সাথে, দেশের মানুষের সাথে, মাটির সাথে, সবার সাথেই। কোথায় প্রতারনা করছি না?

এমনকি নিজের সাথে নিজেও প্রতি মুহুর্ত প্রতারনা করে যাই। করার কথা এক! করছি অরেক। চারপাশের সকালের সাথে একমেশিনে কাটা হতে গিয়ে প্রতারনার নতুন ছকে ছকে নিজেকে বদলে নিয়েছি।

প্রতিটাদিন শুরু হয় নতুন নতুন ছকের প্রতারনার নতুন নতুন কৌশল এঁকে। একেক কৌশল একেক রকম। কোন কৌশলের সাথে কোন কৌশল মিলছে না। আবার একটি কৌশল ধরা পড়লেও হাজার কৌশলে চলছে প্রতারনা। রুখবে কে! আমরা সবাই প্রতারক।

চোখ কান পেতে দেখা শোনা ছাড়া অনেকেরই কথা কেউ শোনে না। অনেক নামীদামী মানুষের জীবন আর সাধারন মানুষের জীবনের গতি ধারা দেখলেই বুঝবেন প্রতারনা কাকে বলে? উদাহরণ বলতে গেলে। হাজার হাজার বলা যায়।

নিজের সাথে নিজের লড়তে হয়। নিজের সাথে নিজের কথা বলতে হয়। নিজের পেটের ক্ষুধা নিজের হিসাবে খেতে হয়। নিজের একান্ত মনের কথা নিজে শুনতে হয়। আমরা সেসব ঠিক মত করি!

আপনাকে বুদ্ধি দেওয়ার মানুষের অভাব হবে না। কত কত বুদ্ধি পাবেন। অনেক আপনজন আপনাকে অনেক ভালো ভালো বুদ্ধি দিবেন। কিন্তু সেই বুদ্ধি বা সেই কাজ কতটুকু সফলভাবে করতে পারলেন। অন্য কাউকে তার কাজেে বিষয়ে কথা বলতে গিয়ে নিজে কতটুকু করেছেন হিসাব মিলিয়ে দেখুন। দেখুন আপনি কত বড় প্রতারক।

প্রতারনা রন্ধ্রে রন্ধ্রে। একদিনে তো আর ছড়িয়ে পড়েনি। শতকের পর শতক ধরে চলে আসছে। কোটি কোটি হাতের ছোঁয়ায় একটি শব্দ প্রতারনা শব্দ সারিতে স্থান করে নিয়েছে। হায় প্রতারনা! হায় প্রতারনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top