আঁই অন কোন্দাই যাইতাম –
শাহানা সিরাজী
আঁই হইকালা দিঘির হার স্কুলের মাস্টার
আরে হগলে কয় মাস্টরনি।
মন্ডা খালী হোড়ায় গো…
গেরামের মাইনষে খালি হোলা মাইয়া জন্ম দেয়
আর আঁর স্কুলে হাডায়।
হোলা মাইয়া গো গু- মুতের কাও
নাকের হিন নিজের কাও দিয়া মুছি মুছি লেয়াহোয়া হিগাই।
আঙ্গো অফিসারেরা আছে না
হেতারা হইত্তোদিন আইয়ে আর খালি বকে
আইচ্ছা কুঞ্চাই-
হারাডা দিন এত্তো মাইয়া চাঁইয়া লই চিল্লাই গলা হাডা হালাই
ত হেতারা কয় হোয়াই না!
আইজগা চল্লিশ বছর ধরি এ স্কুলে
মাতা হানি করিহালাইলাম
অন কয় আঁই বলে কিচ্ছু হারি না
আন্নেরা হুনেন
ওই সৈকত আছে না হেতে ডাক্তর
চোধরি বাইর কলি আছে না হেতি ইঞ্জিনিয়ার
ভূঁইয়া বাইর রুস্মত – হেতে ডিসি অইছে এবারি
ওই ভোলা বাইর ফোরকান, হেতার বোইন নুরি আছে না-
হেতারা দোনোজন ব্যাংকে চারি করে
হারা গেরামের যতো জন হাইবেন হগলে আঁর ছাত্র
কুঞ্চাই আঁই ন হোয়াইলে এগুন বেজ্ঞুন কন্তুন আইছে!
আন্নেরা হুনেন,আঁই তো আজীবন মাস্টার আছিলাম
কিন্তুক আঁর জমি জিরাত ঘর দুয়ার কিচসু নাই!
কোন দিন প্রমোশনও অয় নাই।
সাবেরা আইয়ে যায়
আঁই রে নি রই.
দীর্ঘ শ্বাসও হয় না!
আঁর যে এককান নাম আছে তইঞ্জবের নেসা
তাও ডুবি গেছে
চিডিপত্র লেইখতে
গেলে নিজেই মনে করি
নাম যেন কিয়া”
গেরামের মাইনষে কয় মাস্টরনী
সাবেরা কয় ফিল্ডের লোক
আন্নেরা কন শুদ্ধ ভাষায় কতা কইতাহারি না।
আঁই অন কোন্দাই যাইতাম!
শাহানা সিরাজী
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক