২০২১-২০২২ অর্থ বছরের আয়কর আইনের পরিবর্তনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত

PicsArt_09-29-08.27.32.jpg

২০২১-২০২২ অর্থ বছরের আয়কর আইনের পরিবর্তনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত

সাগর চৌধুরীঃ আজ মঙ্গল, ২০২১-২০২২ অর্থ বছরে আয়কর আইনে যে সকল পরিবর্তন হয়েছে তার উপর আলোচনা সভা ঢাকা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, মুল আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোঃ আলমগির হোসেন, সদস্য, কর নীতি, সভাপতিত্ব করেন, কর কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরি, সভাপতি, বিসিএস ট্যাকসেশ এসোসিয়েশন, স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়সার, মহা সচিব, বিসিএস ট্যাকসেশ এসোসিয়েশন।

সভা শেষে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

আজকের সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য গণ, কর কমিশনার গণ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কর বিভাগের কর্মকান্ড আরো গতিশিল করার লক্ষ্যে ডিজিটাল প্লাটফরর্ম ব্যাবহার করার জন্য গুরুত্ব দেন।

অলোচনাসভার আয়োজন করে বিসিএস ট্যাকসেশন এসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top