গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক
সাগর চৌধুরীঃ অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর এর গাড়িচালক মোঃ আব্দুল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।
স্বাস্থ্য অধিদপ্তর এর গাড়িচালক মোঃ আব্দুল মালেক (বর্তমানে রবখাস্তকৃত) এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯৩,৫৩,৬৪৮/- (তেরানব্বই লক্ষ তেপ্পান্ন হাজার ছয়শত আটচল্লিশ) টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গােপন করে মিথ্যা বা ভিত্তিহীন ঘােষণা প্রদানসহ অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১,৫০,৩১,৮১০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ একত্রিশ হাজার আটশত দশ) টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ও উহা ভােগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।
নার্গিস বেগম, স্বামী- মাে: আব্দুল মালেক, এবং মাে: আব্দুল মালেক, গাড়ী চালক, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা (বর্তমানে রবখাস্তকৃত) এর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১,১০,৯২,০৫০/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে পারস্পারিক যােগসাজশে তার স্ত্রী নার্গিস বেগম এর ভােগ দখলে রাখায় প্রত্যক্ষভাবে সহায়তা করায় অপরাধে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।