মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কেনা-কাটায় অনিয়মের১১জনের বিরুদ্ধে চার্জশীট

PicsArt_08-16-08.14.15.jpg

সাগর চৌধুরীঃ মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (NCHTI)-এর কেনা-কাটায় অনিয়মের প্রেক্ষিতে ৭জন ডাক্তার, ৩জন ঠিকাদারসহ মোট ১১জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন করেছে দুদক।

অভিযোগে বলা হয়,আসামিগণ একে অপরের সহায়তায় অসৎ উদ্দেশ্যে লাভবান হওয়ার অভিপ্রায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের প্রতারণা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২০১৪-১৫ অর্থবছরে মেডিসিন এন্ড ইকুইপমেন্ট টেন্ডারের এর মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ লংঘন করে এমআরপি ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত মূল্য তালিকা মোতাবেক মেডিসিন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত মেডিকেল এন্ড সার্কিট এর মূল্য তালিকা মোতাবেক সার্জিক্যাল আইটেম ক্রয় করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে বর্তমান বাজারদর আমলে না নিয়ে গঠিত বাজার কমিটির প্রথম মনগড়া ও ভিত্তিহীন দরকে বিবেচনায় নিয়ে এমআরপি ওয়েবসাইট এর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে মালামাল ক্রয় করে মোট এক কোটি ২৮ লক্ষ ৬৩ হাজার ২৪১ টাকা আত্মসাৎ করতঃ দণ্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করা হয়েছে।

আসামীরা হলেন, ১। ফাতেনূর ইসলাম, স্বত্বাধিকারী, মেসার্স মনার্ক এস্টাব্লিশমেন্ট,

২। শেখ ইদ্রিস উদ্দিন (চঞ্চল), স্বত্বাধিকারী, নাফিসা বিজনেস কর্ণার, ৪৫/এ/৩-বি, আজিমপুর রােড, নিউমার্কেট, ঢাকা,

৩। নিজামুর রহমান চৌধুরী, স্বত্বাধিকারী, সান্তনা ট্রেডার্স, ৪নং বড়গ্রাম, খলিফাঘাট, মেইন রােড, কামরাঙ্গীরচর,

৪। ডা. ইসরাত জাহান, সাবেক তত্ত্বাবধায়ক, মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর, ঢাকা ও সভাপতি-দরপত্র মূল্যায়ন কমিটি,

৫। ডা. পারভীন হক চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ (বর্তমানে-অব:), পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর, ঢাকা ও সদস্য-দরপত্র মূল্যায়ন কমিটি,

৬। ডা. মাহফুজা খাতুন, প্রাক্তন জুনিয়র কনসালটেন্ট (অস/গাইনী) (অবসরপ্রাপ্ত),মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর, ঢাকা ও সদস্য-দরপত্র মূল্যায়ন কমিটি,

৭। ডা. চিন্ময় কান্তি দাস, প্রাক্তন সহকারী কো-অর্ডিনেটর (ট্রেনিং এন্ড রিসার্স) (অবসরপ্রাপ্ত), মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর, ঢাকা ও সদস্য-দরপত্র মূল্যায়ন কমিটি,

৮। ডা. সাইফুল ইসলাম, সাবেক মেডিকেল অফিসার, জেলা সিভিল সার্জন কার্যালয়, আজিমপুর, ঢাকা ও সদস্য-দরপত্র মূল্যায়ন কমিটি বর্তমানে-উপপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা,

৯। ডা. বেগম মাহফুজা দিলারা আকতার,মেডিকেল অফিসার (শিশু), মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর, ঢাকা ও সদস্য-বাজার দর যাচাই কমিটি এবং সদস্য সচিব- দরপত্র মূল্যায়ন কমিটি,

১০। ডা. নাজরীনা বেগম, মেডিকেল অফিসার, মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর, ঢাকা ও সভাপতি-বাজার দর যাচাই কমিটি,

১১। মাে. জহিরুল ইসলাম, সাবেক প্রশাসনিক কর্মকর্তা, মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর, ঢাকা ও সদস্য-বাজার দর যাচাই কমিটি, বর্তমানে-সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর, নােয়াখালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top