ম্যানার – শাহানা সিরাজী

PicsArt_08-23-07.39.34.jpg

ম্যানার – শাহানা সিরাজী

পিতা-মাতার সাথে সন্তানের ম্যানার
সন্তানের সাথে পিতা মাতার ম্যানার
অফিসিয়ালের সাথে অফিসিয়ালের ম্যানার
অফিসিয়ালের সাথে ননফিসিয়ালের ব্যবহার
ননঅফিয়ালের সাথে ননঅফিসিয়ালের ব্যবহার সম্পূর্ণ ভিন্ন

একজন উর্ধতনের সাথে অধস্তনের ম্যানার
অধস্তনের সাথে উর্ধতনের ব্যবহার এক নয়।

কে কোথায় পা তুলে বসবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। একজন কম্পিউটার অপারেটর কোন ভাবেই তার অফিসচীপের সামনে পা তুলে বসতে পারে না এটা যেমন সত্য তেমনি এটাও সত্য একজন ননঅফিয়াল কোন অফিসের বসার জায়গায় পা তুলে বসতেই পারে। এটা তার অপরাধ হতে পারে না।

আবার আমার সাথে তুমি বেড়াতে গিয়েছো বলেই তোমার ম্যানারের জন্য আমি দায়ী হতে পারি না।
এবং আমাকে দায়ী করে আনঅফিয়াল শব্দ উচ্চারণ করতেই পারে না!
বিধিবাম! বড় চাকুরে হইনি। তাই কেবল দেখে গেলাম অন্যায়।

আশ্চর্য হলাম একজন ব্যক্তির সাথে এতোগুলো মানুষ কী ভাবে বাকবিতন্ডায় জড়িয়ে গেলো! থামাতে গিয়ে নিজেই যা তা কথা শুনলাম!

চেয়ার চিরদিনের জন্য নয়
পদও চিরদিনের জন্য
ব্যাক টু দ্য প্যাভিলিয়ান
খুব দূরে নয়….

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সিগঞ্জ
কবি প্রাবন্ধিক কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top